যার ঘোড়া তার ঘোড়া না, চেরাগদানীর ঘোড়া!
মহাজনে ডেকে বলে-তোর এতো ক্যান্ পোড়া?
মায়ের চাইতে মাসীর দরদ, যখনই অধিক হয়!
তখন মদন-আঁধার পেলে, করতে চায় নয়-ছয়!
দুধ বেচে মূত খেলে! হারিয়ে যায় বিবেকবোধ!
সেই সুযোগে শিয়াল পন্ডিত নেয় রে প্রতিশোধ!
আরজ মিয়ার গরজ বেশি, ফোড়ন কাটে রোজ!
সকাল বিকাল সেরে ফেলে, স্বাদের ভূড়িভোজ!

এমনি যখন দশা তখন, মফিজের হবে কি হাল!
আর এনো না হাঙ্গর-কুমীর উঠোনে কেটে খাল;
আপন বুঝ পাগলও বুঝে, আর থেকো না বোকা
তাহলে কিন্তু, খেতেই থাকবে অনন্তকাল ধোঁকা!
হিসাব বুঝে কর্ম করো সবে; তবু-যদি হয় ভুল!
সুযোগ মত ধরবে কষে, ওরা চড়িয়ে দিবে শূল!