এ তো সেই সুর-
যে সুরে জেগেছিল কোটি কোটি জনতা!
আর নয় মিথ্যার কাছে মাথানত;
কেড়ে নাও দাম্ভিকের কলঙ্কিত ক্ষমতা!
মোহদাস ওরা!
সন্তরণ করে ভোগের অবৈধ দুনিয়ায়!
অলঙ্কৃত করতে চায় কর্তৃত্ব-প্রভাব!
অথচ, নেয় না আর্ত-পীড়িতের দায়!
নিত্য করে স্বপ্নের চাষ!
গণআধিক্য কমাতে চায় বহু লাশ!
তাইতো জনতার খাদ্য করে গ্রাস!
সেকথা আবার ওরাই করে ফাঁস!
দ্রোহের বিকল্প নেই,
মুক্ত আছে এক পথ, চাই জয়;
তাহলেই হবে নতুন সূর্যোদয়,
কাজেই ঝেড়ে ফেলো ভয়।