জনতার বুকে জমেছে বারুদ!
ঘটবে যখন বিস্ফোরণ!
আলেয়ার ছলা হারবে সেদিন
সবার হলে মহামিলন।

সত্যকে আর লুকাবে কোথায়
মিথ্যার হবে সর্বনাশ!
জুলুমের দায় নিতে হবে কাঁধে
সকলই হয়েছে ফাঁস!

ছন্দ হারিয়ে করো আহাজারি
অহম র‘বে না বাকি!
কে আছে আর দেবে সান্ত্বনা
সবাই দিয়েছে ফাঁকি!

পরাজয় আর বেশি  দূরে নয়
ওরাও বেঁধেছে জোট,
ভোগবাদী করে মরণেরে ভয়
মুসকিলে পায় চোট!

আকাশে হলে মেঘের গর্জন
পাড়ি জমায় বিদেশ!
চমকায় যদি বিজলীর আলো
জীবন থাকতে শেষ!