পালাবার কোন পথ নেই মৃত্যুর গ্রাস থেকে!
জন্মের মত মরণ! কখনো অস্বাভাবিক নয়;
মেনে না নিলে সৃষ্টি হয় প্রভুর প্রতি সন্দিগ্ধ।
তখনই আপতিত হয়, জমিনে স্রষ্টার ক্রোধ।
সৃষ্টির কি এমন শক্তি আছে স্রষ্টার বিপক্ষে?
তাঁর সাথে করবে যুদ্ধ-কোন সে অস্ত্র দিয়ে!
বরং তাঁর কাছেই করতে হবে-আত্মসমর্পন;
তবেই মিলবে তাঁর করুণা আর মুক্তিরপথ।
সব সৃষ্টিই ফিরে যাবার তরে আসে এখানে;
যাই হোক! অমরত্ম পাবে না কখনো কেউ,
তারপর সুক্ষবিচার! চিরশাস্তি-নয় পুরস্কার।
সেটাই যদি হয়, কেন উত্তম কিছু করা নয়!
যেহেতু উত্তমের বিনিময় শান্তি-অনন্তকাল।
তবে, তাই হোক; মানছি-এ জীবন মাকাল।