দ্বন্দ্বীর বউ ফন্দী আঁটে-করবে নতুন ধাঁন্ধা!
রাগ করে দ্বন্দ্বীরে কয়, তুলবে তুমি চান্দা!
দ্বন্দ্বী ভাবে ধরতে হবে মূর্খ-ঢেমনার লেজ;
জাগবে তার মনের মাঝে পৈশাচিক তেজ!
খুঁজতে থাকে-কোথায় পাবে ভ্রষ্ট-শক্তিধর!
মিলে গেলে, মানবে তারে দূষিত অধিশ্বর!
খুঁজতে খুঁজতে পেয়ে তার হয়ে গেল বান্দা
খুশি হয়ে পান্ডা তারে খেতাব দিলো গুন্ডা!
চান্দার সাথে বান্দা পায় লুটপাটের মন্ত্রণা,
সাথে দিল খুনের সলা! বেড়ে গেল যন্ত্রণা!
গোপাল ভাঁড়ের মত দ্বন্দ্বী, খুশি হলো খুব!
রাতারাতি বেড়ে গেল দ্বন্দ্বীর বউয়ের রূপ!
জুটলো আরো বহু খচ্চর! বলয় হলো বড়!
একনামে চিনে এখন-বাড়ছে সবার ডরও!