নীরব দুর্ভিক্ষের-আগ্রাসী থাবায়!
ক্রমশই তছনছ হচ্ছে জনজীবন!
বাড়ছে খরচের চাপ! নিত্যনতুন
খড়গ হাতে তবু্ও হাসছে রাবন!
লেগেছে বাজারে হায় কি আগুন
বুঝে না জনগণ কোথায় ফাগুন;
ক্ষুধালাঘবে ওরা খায় হিমশিম!
শঙ্কা কষে ধরে! গতর হয় হিম!
কেহ বা সঙ্কট বুঝে হয় ঋণগ্রস্ত
আদায়ে ব্যর্থতায়-হয় বড় ত্রস্ত!
না জানি-আসবে কেমন বিপদ;
এভাবেই চলছে, দেশ-জনপদ!
প্রভাতে আশা নিয়ে কার্যে যায়;
ঘুরেফিরে দেখে-কাজ না পায়!
সন্ধ্যায় ফিরে আসে শূন্য হাত!
সবাই উপোষ থাকে সারারাত!
এভাবেই দিন দিন হয়ে হতাশ
ছাড়তে থাকে সব বাঁচার আশ,
বলেছিল অশিষ্ট! হবে দুর্ভিক্ষ!
হায়! মহীয়ান-তুমি কার পক্ষ!
রচনাকাল=০৪/০৬/২৪