প্রলয় থামবে কবে, ভাবি বসে নির্জনে!
অথচ বুঝি না-নিজেরাই এনেছি টেনে!
আত্মবিশ্বাস থাকা-তাদের তরে ভালো
যাদের হৃদে আছে মহাসত্যের আলো।
তবে বেশি হলে-হয়ে উঠে বিপজ্জনক!
ভেবে বসে নিজেকেই জব্বর বিবেচক!
জেদ করে ভেবে বসে, স্বয়ং অবিনশ্বর-
অথচ, মানুষ-মানুষই, নয় কিন্তু ঈশ্বর।
তবু বলতে চায়, সে যা চায়-তাই হয়!
তার মনে নেই কোন ভ্রান্তি, নেই ক্ষয়!
সে কারণে করে দম্ভ, করে ঢের গর্জন
মানুষ নয় স্বয়ংসৃষ্ট! নেই কোন অর্জন।
আর তাই করে যাই, শুধু ভুলের চাষ!
মানি না স্রষ্টার বিধি! যার আমি দাস!