আঁধারের গভীরতা আলোর-আভাসেরই জানান দেয়।
আলোর ফোয়ারা ছড়িয়ে দিবে, সত্যের নিরঙ্কুশ জয়।
মজলুমের আর্তনাদ আরশকে কাঁপিয়ে দেয় বার বার!
জুলুমের প্রাধান্য থাকবে না অনন্তকাল, হবে ছারখার।
মিথ্যাবাদীর দুঃশাসনের মেয়াদ, একেবারে ক্ষণস্থায়ী!
শয়তানের তরে গজব নাজিল হলে জনতাই কি দায়ী?
রমণী শুদ্ধ হলে শান্তি আসবে ঘরে এটাই স্রষ্টার বাণী;
মহান স্রষ্টায় বিশ্বাসীগণ, শুধু তাঁকেই সত্য বলে মানি।
মূলতঃ ভুলের মাশুল! সময়ে অনেক ভারী মনে হবে!
অধিকাংশ বুঝেও না বোঝার ভান করে এড়িয়ে যাবে!
কিন্তু, ফলাফল যা হবার, অজান্তেই হাজির হয়ে যায়।
সময় প্রার্থনা করেও ফেরা হবে না, প্রভু দিবেনা সায়;
এখনই ভাবার চূড়ান্ত ক্ষণ-এগিয়ে চলো সত্যের পথে,
আর সব রবে ছড়িয়ে-ছিটিয়ে, শুধু পুণ্যই যাবে সাথে।