একটু আগে তথ্য এলো
শেষকাঁটাটি ঠুকে দিলো!
খাটিয়া যাবে কবরস্থান!
উষ্ণতায় সব টান-টান!
কি করেছো কারে দান?
কোথায় গেল প্রিয়জান?
এখন করো প্যান-প্যান
এত দিনে ভাঙ্গল ধ্যান?
স্মৃতির পাতায় জমে ধূল
সকল কিছুই হচ্ছে ভুল!
মনে ছিল, অনেক আশা-
ছিল আরো রঙিন নেশা!
চিরকালই থাকবো বেঁচে
সুখে র’বো গেয়ে-নেচে!
এখন শুনি, কেমন কথা!
নষ্ট হলো তোমার মাথা!
কেন যে তুমি বলেছিলে!
রবো দু’জন হেসেখেলে;
এই জমিনে গড়বো স্বর্গ
সাথে রবে, পারিষদবর্গ!
এখন শুনি, কফিন রেডি-
বলে কি ওই খাস্তাবেডি!
এই টা আমার জমিদারী
যাব না এই উঠান ছাড়ি!