দেশপ্রেম যদি, না হয় নির্ভেজাল!
তবে সেই দেশপ্রেম চায় না কেউ।
এসব প্রতারকের অভিনব বাহানা;
বাচনের ফুলঝুরিতে উঠে না ঢেউ।
কথা ও কাজে যদি না থাকে মিল;
আস্থার আকাশে দেখা দিবে মেঘ!
আঁকতে পারবেনা স্বপ্নিল আল্পনা
গন্তব্যে পৌঁছুতে পেতে হবে বেগ!
আলোর ছদ্মবেশে আলেয়া হলেও
ধরা পড়ে যেতেই হবে শেষ বেলা,
তখনই সাঙ্গ হবে, নিগূঢ় আকাঙ্খা;
ভাঙ্গবে রে সার্কাস! ভাঙ্গবে মেলা!
খাটবে না সেসময় কোন ছলাকলা-
গুঁটিয়ে নিতেই হবে পুরাতন খেলা!