মিথ্যা কখনো দেখে না জয়ের মুখ।
যদিও বা দেখে! পাযনা তৃপ্তি-সুখ।
খেলা প্রহসন হলে পাবে ঘৃণ্য জয়!
তা দিয়ে কি হবে-হবে স্বপ্নের ক্ষয়!
গোলামীর জিঞ্জিরে, বাঁধা যার মন!
বোঝে না সে মুক্তির কতটা ওজন।
বেলা শেষে ধরা খাবে নেই চেতনা,
ধরা পড়লে বাঁচবে! আর ভেবোনা।
দুর্গন্ধময় বস্তুরে করতে হবে বর্জন,
সঠিক সময়ে করো জ্যোতি-অর্জন।
সিদ্ধান্ত নিতে হবে ভাঙ্গতে দেয়াল-
ছাড়তে হবে ঢিলেমির নষ্ট খেয়াল।
আত্মাবেচা দেশদ্রোহী! খেলে বেশ;
এরাই শেষমেষ, দেশ করবে শেষ!