দুনিয়াটা দেখলো তোদের, শিষ্টাচারের নমুনা-
সেইটা দেখে শরম পেল পদ্মা-মেঘনা-যমুনা!
মরলো গরু কার গোয়ালে, বুক চাপড়ায় কে!
কে আছিস রে-ওকে তোরা মলম লাগিয়ে দে;
দেখ-সাপের মত মোচর খায়, কেমন শুভেন্দু
তোর তরে তৈরী কিন্তু বাংলাদেশের গোবিন্দ!
দখল করে নিবে দেশটা! আহা কি যে আনন্দ
পাগল দেখে সবাই বুঝি নেই যে ওদের ছন্দ।
পনেরো দিন করলে লড়াই-মরবি খাদ্য বিনে,
কিল-ঘুষিতে মরিস তোরা জানে ভালো চিনে!
আমার দেশের তরুন-যুবক পায়না কোন ভয়
অস্ত্রশস্ত্র ছাড়াই তারা, গুল্টি দিয়ে করবে জয়।
কোন্ পড়শীর সাথে তোদের-আছে রে সদ্ভাব
নাটক-সিনেমার মত করে, দেখে যা খোয়াব!