যতই করো আদর-সোহাগ!
যতই করোনা তাদের ক্ষমা!
যতই তুমি-ওদের ভালবাস!
মনের গভীরে, বিদ্বেষ জমা!
শেষ জমানার দাজ্জাল ওরা
চিনেনা ভুলেও আপন-পর!
রক্তের নেশায় প্রলাপ বকে
যাকে তাকে বলে ওরে ধর!
লাঠিপেটা করে মানুষ খুন!
যাদের, চিরকালের বৈশিষ্ট!
ওরা পশুরও-অধম জমিনে,
কোন কালেই ছিল না শিষ্ট।
স্বভাবসুলভ করছে প্রকাশ
এখনো আছে ওরা সজাগ!
বিশৃঙ্খলা সৃষ্টি করতে ওরা
নয় তো মোটেই-অপারগ!
অথচ, যাদের রয়েছে দায়
তারা কি শুধু নীরব দর্শক!
কিছু কি ওদের, নেই সাধ্য
তবে সে, কেমন প্রশাসক!