জনতার আবেগকে যারা উপেক্ষা করে!
অবজ্ঞা করে যারা মানুষের জরুরী স্বার্থ;
যারা স্বপ্ন কেড়ে নেয়, নানান অজুহাতে!
প্রতারণা করে যারা করে দেয় অপদার্থ!
অক্ষমকে দুঃখ দিয়ে, যারা হয় পরিতুষ্ট!
আর্তদের ঠিকানা, করে অকাতরে গ্রাস!
কুমন্ত্রণায় বেঘর করে-করতে চায় দাস!
খেলাচ্ছলে ভাগাড়ে ফেলে বানায় লাশ!
তারাই ঘৃণিত হয়, জনতার পক্ষ থেকে!
তারাই হারায় জনতার সম্মান দিনান্তে!
ওরা বিতাড়িত হয় দুখীর কাতার হতে!
বঞ্চিত হয়! মাটির মায়া থেকে স্খলনে;
ওরাই হয় অনুযু়ক্ত, কাটায় অস্থির ক্ষণ,
ওরাই ইতিহাসের জঞ্জাল! গণদুশমন!