চলছে সার্কাসের চূড়ান্ত পর্বের মহড়া!
চলছে আরণ্যকের বিচরণ, রিং জুড়ে!
চাকচিক্যময়! রাত্রির আলোকসজ্জায়!
চলছে ভেলকিবাজির কতই না খেলা!
জোকারের মাথায় চড়ে নাচছে বাঁদর!
রঙচঙ মেখে দেখায় ভঙচঙ-অভিনয়!
বিগলিত হাসি দিয়ে কারো হয় উদয়!
নানা রকম ভঙ্গিতে দেয় ওরা পরিচয়।
হিংস্র প্রাণীও বশ মেনে খেলা দেখায়!
দর্শকের মাঝে ওরা রঙ্গ ছড়িয়ে দেয়।
সত্যকে মিথ্যে-মিথ্যেকে সত্য বলেই
প্রমাণ করতে, অপূর্ব ভেলকি দেথায়!
রিংমাষ্টার মিষ্টি হেসে সালাম জানায়;
এভাবেই মনোরঞ্জন দিয়ে মজা পায়!