শুরু হয়ে গেছে প্রসব বেদনার!
জন্মলাভ করবে প্রত্যাশিত স্বপ্ন।
ছড়িয়ে পড়বে উৎসব জনপদে;
আনন্দাশ্রুতে ভিজে যাবে শ্মশ্রু,
উড়বে মানচিত্র, আপন ডানায়।
খুশির প্লাবনে ভেসে যাবে রাবণ
কেটে যাবে আকাশের ধুম্রজাল।
সমাপ্ত হবে এবার অমর্ষ যন্ত্রণার,
অপনীত হবে, মায়ের আঁখিজল;
অপসৃত হবে অশালীন যত খল।
হয়তো থেমে যাবে রক্তের বন্যা,
প্রসন্নতা ছড়াবে জমিন সৌরভে;
মনের মত করে, সাজিয়ে বাসর
কলংক মুছে দিবে প্রেমের ছন্দে।