নকশাল-বাক্সালের জনম
দিলো খেঁকশিয়াল!
অনৈক্য সৃষ্টি করার পরে
দিল সে ঘুঁটির চাল!
নিজের পাদে পায়না গন্ধ-
গন্ধ খুঁজে অন্যের!
জোকার সাজে রম্যরাজা!
আকৃতিটা বন্যের!
হুংকার দিয়ে বলে অসত্য
পায় না সে লজ্জা!
ভাবটা দেখায়-এমন ওরা
যেমন তরুমজ্জা!
অস্থিরতায় রচনা করে সে
চমৎকার ভন্ডামী!
মিথ্যার পক্ষে দম্ভ দেখায়
করে সে গুন্ডামী!
ছড়াবি কি তুই অনন্তকাল
এমন পচা-দুর্গন্ধ!
ভাঁড় তোরা-ভূতের রাজা!
একেবারেই অন্ধ!