একটু একটু করে খোলাসা হচ্ছে আড়ালের চিত্র!
কে কার প্রতিদ্বন্দ্বী! অথবা কে কার হয়েছে মিত্র।
বেশি বাকি নেই! দিবালোকের মত ফলবে সত্য।
এসে যাবে অচিরেই সামনে, অজানা সব উপাত্ত।
অবেশেষ বেজে উঠবে চূড়ান্ত খেলা শুরুর বাঁশি!
আমরা কেউই জানি না কারা হাসবে শেষ হাসি!
কেউ হবে বিষন্ন আর কারো গলে ঝুলবে ফাঁসি!
কেউ বা তুলে নিবে বিজয়ের আনন্দ রাশি রাশি!
সূচনা হবে আবার নতুন করে জীবনের অভিযান,
আবারও শুরু হবে স্বপ্ন দেখা. রইবেনা অভিমান;
মানুষ বিচিত্র জীব! কেউ গড়বে অভিনব উদ্যান,
কেউবা তৈরী করবে আন্দোলনের নব অভিধান!