অগণিত! শহীদদের রক্তকে পুঁজি করে
আর কতবার গড়ে তুলবে জমিনে স্বর্গ!
কতবার হয়ে উঠবে ভয়ানক স্বৈরাচার!
চুরি করে করে শূন্য করবে অর্থভান্ডার!
কেড়ে নিবে জনতার, মুক্তির আকাঙ্খা!
তোমাদের কাছে বিনম্র-আরজ আমার;
আমরা জুলুমমুক্ত সমাজে বাঁচতে চাই।
শহীদদের স্বপ্নগুলো যেন বাস্তবে পাই।
একাত্তরের রক্তলাশ সব গিয়েছে বৃথা!
আরও কি করবো বহণ, ব্যর্থতার দায়!
আর কত দেখবো, প্রত্যাশার অপমৃত্যু!
সইবো কত জুলুম-নির্যাতন-অত্যাচার!
চব্বিশের আত্মত্যাগই হোক উপসংহার
শেষ হোক দুঃখ! পরীক্ষা নিও না আর।