আমাদের পৃথিবী এখনো সেখানে পৌঁছেনি,
যেখানে থাকবে না স্বপ্ন; শুধুই অন্ধকারময়!
প্রত্যাশার কোন রোশনাই দৃশ্যমান না হ'লে
হৃদয়ের গভীরে তারে জ্বালিয়ে রাখতে চাই।
প্রচেষ্টা চালিয়ে যাবো, যতটুকু মিলবে সময়।
জানি, বাধার দেয়ালে থমকে যাবে সব চেষ্টা;
মনে হতে পারে, এই তটে আমি বড়ই একা,
নিভিয়েও দিতে পারে কেউ, আলোর ঝরণা।
তবু, আমি আশাপ্রদ হয়ে আস্থা রাখতে চাই-
সেই মহান আল্লাহ’র উপর, যিনি অন্তর্যামী।
যিনি বিপদ দিয়েও করেন, দুর্বলকে উদ্ধার।
আমি সেই সত্যকেই করি সন্ধান, যার কাছে
নির্ভয়ে নিতে পারি, চিরকালের তরে আশ্রয়।
তাই তিমিরের সাথে সন্ধি নয় চিরমুক্তি চাই।