বৈষম্যের নাশ চেয়েছিলে;
কিন্তু হায়! চাপিয়ে দিলে!
আবার কারো স্বপ্ন হবে খুন!
নতুন করে অভাব এসে
খামচি দিয়ে ধরবে কষে
দুর্ভিক্ষে পাবে না কেউ নুন!
রাজার মাথায় বুদ্ধি ঢের
বোকারদল পায়না টের!
ক্ষমতাও তার নয় তো কম!
স্বার্থহানী ঘটলে তাদের
টানপড়ে মেধা-বোধের
কেড়ে নেয় দ্রোহীদের দম!
চাকরিহীন যত তরুণগণ
লড়ছে-এবার মরণ পণ!
লড়বে ওরা স্বপ্ন করতে জয়।
করবেনা শির নত আর
ভাগিয়ে দিবে অন্ধকার
ঘটবে তখন নতুন সূর্যোদয়।
মঞ্জিল! আর বেশি দূরে নয়;
লক্ষ এবার সবাই মুক্তি চায়।