বিনম্র ভাবনার অনন্য কাব্যসুধা
হৃদয় ছুঁয়ে যায়, মায়া-মমতায়;
খেয়ালের বসে ভালবেসে যায়!
সুখের ছায়ায় বড়ই নিবিড়তায়।
আলোর পরশ যেমন, ছন্দ হয়ে
আবেগ ছড়ায় মনে, অবলীলায়;
সুবাস ছড়িয়ে দেয় অন্তর জুড়ে
বিষন্নতা বদলে দেয় প্রসন্নতায়।
তাই তো জন্ম নেয়, ভালোবাসা-
প্রিয়কে কাছে পেতে, ইচ্ছে হয়,
অনন্তকাল ধরে, খুঁজে এই মন-
যেন, সহজে করতে পারে জয়;
স্বপ্ন ভেবে সব দুঃখ ভুলে গিয়ে
সহসাই হয় যেন, শুভ পরিণয়।