সাগর হচ্ছে ক্রমেই অতিশয় উত্তাল!
সেইসাথে হয়ে চলছে অবস্থা বেহাল!
আছড়ে পড়ছে বড়, ঢেউয়ের বাহার!
সুনামী হলে বাড়বে, লাশের পাহাড়!
ছন্দপতনের শংকায় বাড়বে বিলাপ!
শকুনির হামলায়, হবে সব সয়লাব!
তবে, বাতাস ঘুরলে চলবে সংলাপ।
বাতাসে ভাসবে বারুদের রূক্ষ ঘ্রাণ!
বাড়বে সেইসাথে শকুনের অভিযান!
দুর্ভিক্ষ করবে গ্রাস অবিরত জনপদ!
তখনো কি স্বপ্নদ্রষ্টার ডুববে না চাঁদ!
তখনো কি বৃদ্ধি পাবে ভোগের সাধ?
শিয়রে হাজির হবে ক্রুদ্ধ অক্টোপাশ!
নষ্ট না করে ক্ষণ, গড় মুক্ত আকাশ।