চাপে চাপে চিড়া হয় চ্যাপটা!
যদিও খেতে কিন্তু ভীষণ মজা.
তবে এমন চাপ যদি দেয়া হয়
কোন ব্যক্তিকে, পারবে কি সে
সামাল দিতে স্বাভাবিক ভাবে?
ঝড় শুরু হলে বাতাসের চাপে
এমনকি উড়ে যায় চাপকলও!
তেমন হাওয়ার চাপে কেউ কি
বাঁচাতে পারবে আপনার গাঁও?
ফুরায়নি সময়, চাপ সামলাও।
প্রলয় শুরু হলে, মোচড় খেয়ে
হবে সব ওলট-পালট, ভাঙ্চূর!
পাল্টে যাবে! বহু যোদ্ধার সুর,
বাঁচবে না লালিত সে স্বপ্নটাও!
সাবধান! এখন চাপ সামলাও!