পরাজিত সৈনিকের মত
ব্যর্থতার গ্লানি নিয়ে কাটিয়েছি
নির্ঘুম-স্বপ্নহীন সকাল-দুপুর!
এখন দাঁড়িয়ে আছি পড়ন্ত বিকেলে!
সুখের ঠিকানা ছিল না জানা!
হাতড়ে মরেছি গোলকধাঁধা সারাক্ষণ!
সাঁঝ পেরুলেই রাত্রি আসবেই!
ফেলে আসা জীবনে তাই-
করেছি তোমার কাছে বেশুমার ঋণ!
পরিশোধ করার মত রসদ নেই!
তাই তো আর কিছু চাইবারও নেই!
অপবাদের বোঝা নিয়ে-
নীরবে একাকী আমি অপেক্ষমান!
জানি, এবার আসবে রাতের আঁধার!
চাই না স্বর্গ-নরক!
চাই শুধু তোমার কাছে অনন্ত ঘুম।