দায়িত্বপ্রাপ্তগণ যদি-রাহুমুক্ত নাই হন;
ক্ষয়রোগী বলে ওদের বুঝবে জনগণ!
এখন, ডিজিটাল টোকাইরাই ভণ্ডপীর!
সমাজকে করে তোলে, অযথা অস্থির!
তারা বলে, হুজুরের পাতে ভাত দাও!
নিজ পাতে না পেলে করে কাও কাও!
পটু কথা বলে নিজেদের দাম বাড়ায়!
আর কারো অর্জনে দেয় না ওরা সায়!
নিজ গলে ঢোল বেঁধে খুব করে শোর;
অতীত উপেক্ষা করে, পাবে না ভোর।
আলেয়ার আলো কি আর জ্যোতির্ময়!
সঠিক পথে মিলবে, আলোর পরিচয়;
তখন পাবে স্বীকৃতি আপামর জনতার
নইলে বুঝবে সবাই, এসব মিথ্যাচার!