ভিন্ন শ্রেণীর বিপরীত শক্তি মুখোমুখী পরস্পর!
তাদের দাপটে বিশ্বজনপদ আজ কাঁপে থরথর!
ভোগের তরে কেউ গড়ে পৃথিবীতে স্বর্গোদ্যান!
পিশাচের জুলুমে পিষ্ট কেউ, চায় গণঅভ্যুত্থান!
চায় মুক্তি-চায় ফিরে পেতে, মৌলিক অধিকার;
করে সংগ্রাম বুকের রক্ত দিয়ে জমিনে বহুবার!
কখনো সফল হয়-কখনো বা ব্যর্থ, হয়না ক্লান্ত,
ওরা পণ করে এগিয়ে যায় সামনে হয়না ক্ষান্ত।
ত্যাগের মাধুর্য ওরা, জাগিয়ে তুলে পীড়িতদের
লড়াইয়ে সামিল করে! আশ্রয় নেয় কৌশলের!
কখনো হেরে যায়-অবচেতনে, ফাঁদে পা দিয়ে!
কখনো বিজয় পায় আর্তমানুষদের সাথে নিয়ে।
সৃষ্টি হয় ইতিহাস, লিখা হয়ে যায় তাজা রক্তে!
আজীবন স্মরণ রাখে, চায় তাদের শান্তি ভক্তে।