দেখছি, সমাজ-সংসারের নানান হালচাল,
যার সাখে জড়িয়ে আছে, জীবনের আচার
আর বিরহ-প্রেম! সাথে-অবাঞ্ছিত জঞ্জাল!
স্বপ্ন করে তামাশা-বিদ্রুপ, সকাল বিকাল!
মানুষে ক্রমে হারিয়ে ফেলছে নীতি-আস্থা!
ঈমান নয় অবিচল, থাকে না স্থিতিশিলতা!
সঙ্কটের মাঝে ভাগ্যটা ভাসে, বাড়ে যন্ত্রণা;
কচুপাতার পানির মত, নড়চড় হয় সততা!
সুখের আশায়, মন চায়-আনন্দময় জীবন;
অনটন ভয়ে অস্থির মন! করে-অন্যায় পণ,
দুঃখ-কষ্ট করলে গ্রাস, পাপ করে উপহাস
যদিও সত্য, সব প্রাণীরেই ছুঁয়ে যায় মরণ।

আছে শাস্তির ভয়-চলে পামরের সাথে রণ
তবুও জমিনে দিতে হয় পরীক্ষা, সারাক্ষণ!