বলেছিলে কতবার বুঝে নিতে সরল পথ;
গ্রহণ করিনি ভুলে সেই সত্য-সুধার খাত,
চিনেছি সোৎসাহে, কতশত ভুল মতবাদ!
বেলাশেষে বুঝলাম, হায়! হয়েছি বরবাদ।
আলেয়ার ছলনায় চেয়েছি জমিনের সুখ;
শিরকের ছবি এঁকে-এঁকে ভরেছি এ বুক!
ভুলের মাশুল দিয়ে আজ হয়েছি কাঙাল-
অশুভ পথে চলেছি বলে হয়েছি বেতাল!
ভেবেছি জীবন কত না মোহনীয়-মধুময়;
কসরত করেছি কত, করতে দুনিয়া জয়!
আসল ফসল কোনদিন করি নাই আবাদ,
বাড়িয়েছি প্রতিদিন ন্যায়ের সাথে বিবাদ!
আজ আমি অনুতাপী! তাই, করি অনুনয়,
পাপীকে ক্ষমা করো প্রভু, না হয়ে নির্দয়।