আয় সব মশা মারি!
তোরা কর ক্ষমতার লড়াই!
আমরা নই ব্যাপারী-
ওরা করুক-জমিনে বড়াই!
তারা নাকি মেধাবী!
বাদবাকি সব কিরে ভম্বল?
শোকে করে শাদি!
তার চেয়ে-চল খাই দোল।
মুক্তিযোদ্ধাগণের
কে করেছিল ভাতার দাবী?
মাথায় নিশানের
পট্টি হাতে স্বাতন্ত্র্যের চাবি!
মানিয়েছে বেশ!
কোথায় পেলে এসব বস্তু?
এ পর্যন্তই শেষ!
ফাঁস হবে কে কার দোস্ত!
ওরা কোটা চায়!
কেমন মিহি স্ববিরোধীতা!
কারও নেই দায়!
ছিঃ বাছা হতে চায় পিতা!