বিগতরা খেয়ে গেলে, নতুন এসে খায়!
তাইতো দ্রব্যের দাম আরো বেড়ে যায়!
খেয়ে খেয়ে ভূড়িকে! করে মোটাতাজা!
তারপরও খেতে চায়, আরো বহু খাজা!

অপরের ধন চুরি করে, ভাবে সে রাজা
কিন্তু, ভাবে না পরে হ’তে পারে সাজা!
বাসরে যতই খাওনা-ছাড়বে না হাশর!
এপারের বন্ধু-স্বজন হবে নারে দোসর।

আমলনামা যখন চোরের, হবে প্রকাশ
মাথায় পড়বে ভেঙ্গে! ভয়ঙ্কর আকাশ!
বুঝতে পারবে তখন কাকে বলে পাপ;
চিরকাল মরবি জ্বলে, খেয়ে অভিশাপ!

সময় থাকতে-আমরা, করি না বিশ্বাস
তাইতো মিলে না পরে কারো আশ্বাস।