বিশ্বকাপের ফান্দে পড়ে
মনটা আছে দ্বন্দ্বে!
কাব্যকলায় মন বসে না
ভাব জমেনা ছন্দে!
উদ্বোধনের আয়োজনটা
পড়লো কেন খাদে!
বাড়তি মজা দুঃখ নিয়ে
হারিয়ে গেল চাঁদে!
প্রথম খেলায় হয়ে গেল
অনায়াস সমাধান,
Kiwiদের মতন বিলেত
পায়নি অত রান!
পাকিস্তানীরা জয় পেল
অনেক সহজেই,
ডাচ বাহিনী হেরে গেল
প্রথম খেলাতেই।
আমাদের খেলাও কিন্তু
শুরু হবে আজ,
তাড়াতাড়ি শেষ করো
টুকটাক কাজ।