নির্বিচার বৈরিতার যেমন পুরস্কার পেয়েছ-
তার নাম নিঃসন্দেহে একাকিত্ব! নিঃসঙ্গতা!
তোমাদের স্বীকার না করাতে কি আসে যায়!
যে শক্তিতে হুঙ্কার দাও তার চেয়ে বেশি ভয়ে
যখন-তখন দুর্বলতায় ভোগ আর চুপসে যাও!
যারা বিশ্বাস করে, দেশপ্রেম ঈমানেরই অংশ;
তাদের ধ্বংস করার তেজ দেখিয়ে লাভ নেই।
কথাই নয়, প্রমাণ করেছি বাস্তবে-অনেকবার,
ভেবে যদি তুষ্ট হও-হতে থাকো ইচ্ছের দাস;
মরবে না তোমরা, বেঁচে থাকো অনন্তকাল!
আমরা বিশ্বাস করি-জন্মিলে মরতেই হবে,
আমরা না তেমন কোন ভাং খাওয়া টাল!
জমিনে চাইনা তাই লাভজনক বিনিময়-
ফল আশা করি-ওপার পাবো নিশ্চয়।