জালিমদের প্রতিহিংসা-অবিচার আর
গেঁড়াকলে জীবন অতিষ্ঠ যখন সবার!
কুরে কুরে খায় তখন বিনাশ বিশ্বময়!
আমরা সব অহেতুক, করি বাক্যক্ষয়!
তবে বদলে যাবে ভাবি এলে সুসময়;
দেখেও যেতে পারি, সেদিন দূরে নয়।
দুর্যোগে নেমে এলে মানবিক বিপর্যয়-
সবাই থাকে সজন হারানোর শংকায়!
অভাব-অনটনে, দুর্ভিক্ষের ভয় ছড়ায়।
স্বার্থের দ্বন্দ্বে সব, দিকহীন হয়ে যায়!
গলিতলাশ তখন দুর্গন্ধ বিলিয়ে দেয়!
জনপদ অরণ্যের গভীরে, বিলীন হয়!