বহুমুখী ষড়যন্ত্রের উর্বর ভূমি-এখন বাংলাদেশ!
জনগণ সজাগ আছে, তন্ত্রে-মন্ত্রে হবো না শেষ।
কার সাথে কার গাঁটছড়া বাঁধা-বোঝা না সোজা
কেউ কাউকে সাজা দিয়ে! হতে চায় মহারাজা!
তন্ত্র-ফন্ত্র ফেলে দে গর্তে! কলকাঠি তাঁর হাতে-
যিনি স্রষ্টা; অসাধ্য নয় কিছু তাঁর কাছে মহিতে।
আড়াল থেকে কারা ঘুঁটি চালে ভেবে কর কাজ
বোকা থেকে-কত খাবে ধোঁকা? নেই কি লাজ?
তীক্ষ্ণবুদ্ধি-সুবিধাভোগীরা ধরেছে বাজির ঘোড়া
বাগে পেলে ওরা ল্যাং মেরে করে দিবে খোঁড়া!
বিপ্লবী সাবধান! সময় থাকতে গড়ো প্রতিরোধ
আঘাত হানলেই নিতে হবে ভয়ানক প্রতিশোধ!
যেন আর না জাগে আশা মনে, করতে আঘাত!
তবেই পাবো মুক্তি, আসবে আবার নব প্রভাত।