কৈশোরে পাইনি ভয়! করেছি মুক্তিযুদ্ধ।
তারুণ্যে করেছি সংগ্রাম সত্য ছিল রুদ্ধ!
তাই তো হয়েছিলাম মামলায় কারারুদ্ধ!
যৌবনেও করলাম স্বৈরাচারের প্রতিবাদ।
আজ বার্ধক্যে দেখেছি রক্তাক্ত রাজপথ!
দ্রোহীর তাজা খুন দেখে ঝরিয়েছি অশ্রু!
বুকপেতে বুলেট খেয়ে বিপ্লবী হয় লাশ!
রক্তাক্ষরে লিখা এটা শ্রেষ্ঠতম ইতিহাস!
থমকে গেছে শহীদের হৃদয়ের স্পন্দন!
সঙ্গীগণ নির্ভিক! চায় জুলুমের অবসান;
দৈবাৎ, বিশ্ববিবেক হয়ে গেছে হতজ্ঞান!
জননীরা পুত্রহারা-তবু চায় মুক্তির স্বাদ,
করছে প্রতিবাদ! স্রষ্টার কাছে ফরিয়াদ।
এ খুনের বদলে, জালিম হোক বরবাদ।