প্রকৃতি এমনই উদার, যার কোলে মাথা রেখে
প্রেয়সীকে চিরদিন ভালবাসার গল্প বলা যায়-
যেখানে স্বপ্নের ফানুসরা-আকাশে উড়তে চায়!
রোমান্স যেখানে উড়ে এসে গ্রাস করে অন্তর!
এখানে বোঝা য়ায়, স্রষ্টার সৃষ্টি যে কত সুন্দর।
প্রকৃতির ভালোবাসা মনকে কাছে টানতে চায়।
পাহাড়ী ঝরণাধারার মিষ্টি সুর হৃদয় ছুঁয়ে যায়।
দেখে মনে হয় এ দেশটা রোমান্টিক মানুষের!
পায়ে হাঁটা সরু পথ, উঠে গেছে পাহাড় চূড়ায়;
যেতে যেতে কথা হয় অরবে ঘাসফুলের সাথে,
যে ফুল থেকে মধু বানায় বন্ধু মৌমাছি নীরবে।
নাতিশিতোষ্ণ মরশুম, বড় বেশি আরামপ্রদায়ী।
নীলচে সবুজ রঙের টলমল জল, ভারী সুন্দর!
সমুদ্রপৃষ্ঠ হ’তে সাড়ে তিন হাজার ফুট উপরে!