সত্য গুম করে, বলে ভুল কথা!
রক্তকে তুচ্ছ ভাবা, নয় বন্যতা?
অযথাই দেখায় কত উচ্ছলতা!
মৃতদের তরে, হৃদে নেই ব্যথা!
এই কি সভ্যতা আর মানবতা?
আসলে, এগুলো সবই ভনিতা!
তবুও দেখায় কত আদিখ্যেতা!
ভ্রষ্ট ওরা-যাদের নেই উদারতা।
অধম হয়ে, খতম করে শিষ্টতা!
শক্তির অহমে, চায় না মিত্রতা!
ব্যথা হলেই কাটতে চায় মাথা!
এ যেন কি এক হিংস্র-বর্বরতা!
তবু বুঝাতে চায়, নেই ব্যর্থতা!
ইতিহাসের সাক্ষী-এই কবিতা!


রচনাকাল=৩/৮/২৪