বিবর্তনের ধাক্কাতে বদলে গেছে চেতনার রূপ!
বেড়ে গেছে! একাল-সেকালের মাঝে ব্যবধান!
সেদিন করেছে তারা জ্ঞানার্জন-চেয়েছে সম্মান;
এখন চায় মানুষ অর্থ-ক্ষমতা-হতে চায় মহান!

সেকালে তারা ছিল ধৈর্যশীল-ছিল কত সংযমী;
আজ আর সয়না বিলম্ব-দ্রুতই হতে চায় দামী!
তাই হয় শয়তানের পূজারী! করে শুধু ভন্ডামী!
হয় মানুষের দাস! দিন-রাত বদল করে স্বামী!

সেকালে মানুষ করতো সাধনা সুন্দরতম হতে;
আজকাল, তারকা হতে ওরা পরকীয়ায় মাতে!
সত্বর ধনী হতে করে চুরি-ডাকাতি দিনেরাতে!
সময় কই ভাবার, তাই-অসহায়রা মরে ভাতে!

আহা! কি বেশভূষা! দেখে মনে হয় সদ্বংশীয়!
গুরু বটে চুরিচামারীতে! চেহারা সুরত স্বর্গীয়!