অদৃশ্য কোন দেয়ালের-আবডাল থেকে
কি খেলা খেলছো বিশ্বের মহান পালক!
সবই দেখ তুমি যদিও-আমরা অপারগ।
চাপিয়ে দিয়ে বিধান তুমি করছো পরখ!
দু'পৃষ্ঠা পড়তে পেরে, বুঝে ফেলি সবই!
কলমে আঁচড় দিয়ে হায় হয়ে যাই কবি!
কেউ বা জ্ঞানের চর্চ্চা করে-হই বিজ্ঞানী;
তোমারে দেখিনা বলে-অবিশ্বাসও করি!
মানি না স্বীয় অক্ষমতা! করি-অহংকার!
নিসর্গের রুপ দেখে-অবাক্ হই বহুবার!
চেষ্টা করি স্বর্গ গড়ার-তবু ঠকি শতবার!
গুঁজামিল দিতে চেষ্টা করে হই ছারখার!
অশেষ কসরত করে, রচি কত মতবাদ!
পাই না যদিও কিছুতেই শ্রেষ্ঠত্বের স্বাদ!