শীতের প্রাতে বাড়ন্ত রবি দখলে নিয়েছে উঠোন।
কেউকি পারে তাই রৌদ্রস্নানের লোভ সামলাতে!
পলকা দেহটারে একটু ঝলসে নিতে লাগে বেশ;
ভুলেছি, কতদিন হয় ফেলে এসেছি দুরন্ত শৈশব!
চাদর জড়িয়ে গায়ে মাদুরেতে বসে সোনা রোদে-
নাড়ু-মুড়ি খেতে খেতে, পড়েছি-একাগ্র মনে ছড়া,
দেখেছি রঙ-বেরঙের বিচিত্র ছবি মনের আনন্দে।
সে সবই আজ শুধুই স্মৃতি, বদলেছে আজ রীতি!
যদিও-অধুনা মানুষ, হারিয়েছে নীতি-নেই প্রীতি!
জমেছে হৃদয়ের মাঝে সংশয়-আতঙ্ক-ভয়-ভীতি!
বেজন্মার বারুদের খেলায় মরছে নিত্য কত শিশু
বিপন্ন সভ্যতা-অন্তিম শ্বাসে ধুঁকছে! ক্লান্ত বসুধা!
মিটে না ওদের রক্তের নেশা-চায় বিজয়ের মালা
অথচ-স্বপ্নহীন মানুষ ভাসিয়েছে দুশ্চিন্তায় ভেলা!