আদরের পারদে নামছে-ভয়ঙ্কর ধ্বস!
তবু ঝরছে, বকতুড়ের অত্যুক্তির কশ!
করেছিল অর্জন ক্ষণিকে, যে নাম যশ!
পরিশেষে হবে ওদের, সবদিকে ফস!
বীরের রক্তে লিখা-আমার বাংলাদেশ;
যার গর্ভে জন্ম নেয় বিপ্লববাদী অশেষ,
ছলেবলে পূরণ করতে চাইলে খায়েশ;
পাবে না পার! ধরা খেয়ে হবেই শেষ!
এ মাটি সয় না দীর্ঘদিন জুলুম-শোষণ
বিধ্বস্ত হয়েছে কত, পীড়কের-আসন!
যতই দিতে থাক্ তারা-মায়াবী ভাষণ!
টিকেনি কখনো-ওদের ভয়ানক ত্রসন!
অবশেষে ভেসে গেছে, সহস্র মহারথী!
পায়নি ফিরে ওরা আর-অবশিষ্ট সাথী!