ভুলের খাতায় যুক্ত হলো আরো একটি অধ্যায়!
ক্রমান্বয়ে প্রেমিকহীন হয়ে পড়ছে আমার দেশ!
আগামী দিনে যখন রচিত হবে সঠিক ইতিহাস,
তখনই পরিস্কার হবে কার হলো ক্ষতি বা লাভ।
আবডাল থেকে কারা চালাচ্ছে বিরতিহীন ভাবে
একের পর এক মূলোৎপাটন তরে দাবার চাল!
আর কত-এবারে ক্ষান্ত হও, এবারে মুক্তি দাও;
ক্ষত-বিক্ষত হৃদকে, আর কত দন্ড দিতে চাও?
অনেক তো হলো, এখন একটু শান্ত হতে দাও,
যেন, আসন্নকে নিয়ে বুনতে পারি স্বপ্নের বীজ;
যন্ত্রণার পথ কি হবে না গো আর কখনো শেষ!
আপন সবুজের শীতল ছায়াতে সিক্ত হতে চাই,
জন্মলগ্ন থেকেই রিক্ত থেকেছি তোমার থাবায়!
আর নয়, এবার নীরবে বাঁচার মত বাঁচতে চাই।