আয়নাঘরের কীর্তন শুনলেই গায়ে আসে জ্বর!
শক্তদিলের দানব শুনলেও জান করে ধরফর!
সে ঘরের ময়না পাখি, বায়না ধরে কল্লা চাই!
ঘৃণ্য মনের ভ্রান্ত মানুষ! বিশ্বে তার জুড়ি নাই!
রেখে গেছে নির্মমতার ভীষণ-ভয়াল নিদর্শন!
উন্মত্ত পিশাচের প্রতিরূপ-সাপের মতই নয়ন!
দানবের মত রক্তলোলুপ! শয়ানের মত খল!
ভয়ঙ্কর ইতিহাস সৃষ্টিকারী-অনুদিন করে ছল!
বর্বর করে ক্ষমতার মোহ আর অর্থের লোভ!
কালের বিবর্তনে তখন, প্রসারিত হয় ক্ষোভ!
পরিবর্তনের এমনি খেলা, চলবে অনন্তকাল!
চালাবে দাবার ঘুঁটি! ছড়াবে ষড়যন্ত্রের জাল!
জীবনবোধের জ্ঞান যদি, বিশ্বাসে হয় সমৃদ্ধ!
চেষ্টা তখন সিদ্ধ হবে, দেশ-জাতি হবে ঋদ্ধ।