হায়রে! গুরুদেবের গণতন্ত্র মোড়লদের
কাছে কি এখন অতীব দুর্বহ মনে হচ্ছে!
গতিপথ যখন দুরন্ত হয়ে উঠে বক্রপথে
তখনই আদর্শ পাও পিছলে হুমড়ি খায়!
যেখানে আজ নেই মোটে আস্থা-বিশ্বাস!
জীবন যখন-আতঙ্কে ক্ষণ গুনে নিরন্তর!
চারদিকে গর্জন করে বারুদের হিংস্রতা!
ঘিরে ফেলেছে প্রতি দিক থেকে স্বৈরতা!
তখন কি আর-আশার বার্তায় মন ভরে?
মানবতার মেকী শপথও বিশ্বরে হাসায়!
সুবিচারের প্রচারও সৃষ্টি করে, হাস্যরস!
এমন কি চুক্তির ভার সইতেও অপারগ!
জোড়াতালির প্রচেষ্টাও বিফল হয়ে যায়!
দিব্য অদূরে দাঁড়িয়ে হাসে ব্যঙ্গের হাসি!