ছাত্র-জনতার তোপের মুখে হুমড়ি খেয়ে
ছিটকে পড়লো ষড়যন্ত্রকারী ভ্রষ্টের পাল।
অথচ, কৃত্রিম বন্যায় দেশ তখন লণ্ডভণ্ড!
ছয় বছরে পায়নি যেটা, চায় কুড়ি দিনে!
ওরা কারা-এ চক্রান্তের শেকড় কোথায়?
খুঁজে খুঁজে বের করে ওদের দাও সাজা।
নেমেছ রাজপথে! ঝরবে বহু রক্ত-ঘাম,
চালিয়ে যেতেই হবে মুক্তির এ সংগ্রাম।
মনে রেখ, তাদের কাছে দেশ খুব তুচ্ছ!
তাই তারা ভাবে তারে, কলা এক গুচ্ছ!
ইচ্ছে করলেই বিক্রী করে! বানায় অর্থ!
অথচ জনতার থাকে না কোনরূপ স্বার্থ!
দেশ না থাকলে জেনো রবেনা পরিচয়;
যেখানেই যাও, অবজ্ঞায় হবে অসহায়!