আঘাত হেনেছে নতুন ভাইরাস!
নাম, “দুর্নীতি-চুরিদারি!”
ছড়িয়ে পড়েছে ভয়াল আকারে
নীতি খেকো মহামারী!
ঘরে-বাইরে দেখ নেশার পসরা
হায়! এ কি অনাচার!
পরকীয়া যেন সুস্বাদু ডালভাত
অপরিসীম ব্যভিচার!
সারাপরিবার মিলে গড়ে চক্র!
শরমের বালাই নাই!
অর্থই যেন আজ, অনর্থের মূল
সেটারই প্রমাণ পাই!
সামাজিক মাধ্যম ফেত্নাবাজ!
গোপনীয়তা হয় ক্ষয়!
মহাখুশি দেখো শয়তান আজ
ভাবছে পেয়েছে জয়!
বাঁচতে হ'লে এই বিপদ থেকে
তাঁর কাছে ক্ষমা চাও,
আর, আল-কোরআনের শিক্ষা
হৃদয়ে গাঁথিয়া নাও।