আঁতেলের বোতলপ্রীতি এবার বুঝি শেষ!
ধর্মে-কর্মে বেজায় নাখোশ! পাকিয়েছে কেশ!
ভাবে সদা গদগদ, মনটা তাহার ফ্রেশ!
ভাবটা এমন, একাই তিনি ভালোবাসেন দেশ!
দিনকানা তাই, রাতেই খোঁজে অনুরাগ!
তবুও মনের হয় না মিলন! তাড়ায় বলে ভাগ!
ভোগের গন্ধে ওরা বড় খুশিতে বাগবাগ
তরল বলে গরল দিলেও হয় না মোটেও রাগ!
ভন্ডকাজী হতে রাজি পেলেই আশ্বাস!
উপরি দাতার মিথ্যা জবান! খুব করে বিশ্বাস!
স্মার্ট বলে প্রচার করে, ভন্ডগুরুর দাস!
যেমন-তেমন পেলেই চালায় নর্দমাতেই চাষ!
ঘনঘন খেলতে পাশা নেই কোন মানা
জিতবে বলেই আশা রাখে, জানায় অভিলাষ;
হারলে চরম রাগ হয়ে যায় খুব জানা!
গরম মাথায় ভীতি ছড়িয়ে! সব করে খালাস!