পৃথিবীতে কিছু মানুষ আছে খুব কুটিল!
তাই তো সাধারণের জীবন বড় জটিল!
স্বীয় স্বার্থে অন্যকে হেয় করে অকারণ!
ভাবে, হয়তো পাবে শ্রেষ্ঠত্বের সোপান!
অল্পতেই উথলে উঠে অহমের বুদবুদ!
আসলের চেয়েও ওরা ভালোবাসে সুদ!
ঈর্ষার তাড়নাতে ছড়িয়ে দেয় অপবাদ!
প্রমাণ করতে চায় নিজেকেই পূর্ণ চাঁদ!
অথচ বোঝে না হৃদয়ে ভরা তার খাদ!
যতই কোমল ভাবুক তেতো তার স্বাদ!
শেষ পর্যন্ত একদিন, হয়ে যায় বরবাদ!
সেইদিন অনুতাপে ঘিরে ধরে অবসাদ!
তবুও তার হয় না কেন স্বভাব পরিশুদ্ধ!
যদিও মহান হন, তার প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ।