ক্যাঙ্গারু যেমন লাফিয়ে লাফিয়ে চলে
মুনাফাখোররাও তেমন করে ধনী হয়!
লাভের যেন কোন, বৈধ সীমানা নেই!
যাদুর বাক্সের যারা পেয়ে গেছে খোঁজ-
ওরাতো মুখোশধারী তলে তলে মিল!
চলছে শুধু কমিশন আর বখরার খেল!
বিলাস ভুবনে তার ছন্দে, কাটে বেলা!
তাইতো বেঁধেছে জোট-চালাবে মেলা!
জালিমের রক্তচক্ষু উপেক্ষা করে যারা
জুলুমের জবাবে নেমে পড়ে রাজপথে,
জীবন উৎসর্গ করে, মুক্তির জয়গানে।
ভাঙ্গে কারার কপাট! চায় না অনুদান;
তবুও করে না তারা খাজানার সন্ধান!
ওরাই আপোষহীন-শ্রেষ্ঠ মানব সন্তান।